
আনুষ্ঠানিকভাবে আয়েশা সিদ্দিকীকে গতকালই ডিভোর্স দিয়েছেন পাকিসত্মানী ক্রিকেটার শোয়েব মালিক। আর তাই ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করতে আর কোন বাধা নেই মালিকের। সকল ঝামেলা শেষ হওয়ার পর নববধু সানিয়াকে বরণ করতে হায়দরাবাদে পৌঁছেছে মালিকের পরিবার। আয়েশার সঙ্গে বিয়ে সংক্রামত্ম ঝামেলা চুটে যাওয়ায় ১৫ এপ্রিল মালিক সানিয়াকে বিয়ে করতে যাচেছন। প্রথম দিকে আয়েশাকে বিয়ে করার কথা অস্বীকার করলেও শেষ পর্যমত্ম তাকে আনুষ্ঠানিক ডিভোর্স দেন। বুধবার রাতে মালিকের মা সুলতানা ফারম্নক, ভাই আদিল মালিক বোন সাজিয়া ইমরান ও সাদাফ ইমরান, ভাদিজা মামুন ইমরান ও ভাতিজি জয়নাব ইমরান। বিয়ের ২ দিন পরই নববধুকে নিয়ে দেশে ফিরতে চান মালিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন