বিশাল বাজেটে এই প্রথমবারের মতো টি-টুয়েন্টির বড় আয়োজন দেশে। ঠিক পাশর্ববর্তী দেশের আইপিএলের মতো। চৈত্রের কাঠফাঁটা রোদে আজ থেকে মাঠে গড়াবে ১০ দিনের এ প্রতিযোগিতা। এর আগেই অধিনায়কদের হুঙ্কার আমরা সাইক্লোন থামাবোই ুপাইলট এনসিএল টি-টুয়েন্টির প্রথম দিন উদ্বোধনী ম্যাচে সাইক্লোনস অব চিটাগং এর মুখোমুখি হচ্ছে রাজশাহী রেঞ্জার্স। এরকম একটি হাই প্রোফাইল ম্যাচের আগেই রাজশাহী অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানালেন- আমরা প্রস্ত্তত। যেভাবেই হোক আমরা সাইক্লোন (চিটাগাং)’কে থামাবোই। দলে যেখানে নাইম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, সোহরাওয়ার্দী শুভ, শফিউলদের মতো ক্রিকেটাররা আছে সেখানে চিমত্মা করার কোনো কারণ নেই। তাই এনসিএল টি-টুয়েন্টির প্রথম আসরের শিরোপা আমরাই জিততে চাই। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কোচ আবদুল করিম জুয়েল ও মালিক প্রতিষ্ঠান নেট ওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেডের কর্তারা। অধিনায়ক পাইলটের মতে এখানে সব দলই শক্তিশালী বিশেষ করে উদ্বোধনী ম্যাচে চিটাগংয়ে অনেক সেরা ক্রিকেটার রয়েছে। তবুও মাঠে আমরা ভালো খেলাটাই উপহার দিতে চাই।
ঘরের মাঠ আমাদের মূল শক্তি -আশরাফুল
এনসিএল টি-টুয়েন্টি ক্রিকেট লীগের সব ক’টি ম্যাচ আমরা ঘরের মাঠে খেলছি এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি- বললেন ঢাকা ডাইনামাইটস এর অধিনায়ক আশরাফুল। কোচ খালেদ মাহমুদ সুজনেরও একই সুর। তার মতে এনসিএল-এর মূল ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বাগতিক ঢাকা ডাইনামাইটস যথেষ্ট সমর্থক পাবে। এতে তাদের মনোবল আরো বাড়বে। এনসিএল এর প্রস্ত্ততি নিয়ে সকালেই হোটেল শেরাটনে সাংবাদিকদের মুখো মুখি হন তারা। আর সংবাদিকদের সামনেই তুলে ধরলেন দলের শক্তিমত্তা। এসময় অধিনায়ক আশরাফুল ও কোচ সুজনের পাশেই ছিলেন দলের শক্তি মাহমুদুলস্নাহ রিয়াদ, মাহবুবুল আলম রবিন, জহুরম্নল ইসলাম। কোচ সুজনের ভাষায় তারা খেলোয়াড় নন এক একজন ডাইনামইটস। ডাইনামাইটের মতোই তারা এনসিএল বিস্ফোরণ ঘটানোর আশায় রয়েছে। আশরাফুল বললেন- আমাদের কোনো প্রধান প্রতিযোগি নেই। টি-টুয়েন্টিতে যে কেউ যে কোনো সময়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তবে সব দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মতো সামর্থ্য আমাদের রয়েছে। আমার মতে আমাদের দল সবচেয়ে ব্যালন্সড দল। তাছাড়া বাংলাদেশে এই এনসিএল টি-টুয়েন্টি আরো আগে হওয়া উচিত ছিল। এতে ক্রিকেটাররা আরো অভিজ্ঞ হতে পারতো। ঢাকা ডাইনামইটস ১২ এপ্রিল বরিশাল বেস্নজার্সের বিরম্নদ্ধে প্রথম ম্যাচ খেলবে।
Source: D.D.S
শনিবার, ১০ এপ্রিল, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন