এনসিএলে জাতীয় দলের খেলোয়াড়দের হতাশ করা পারফর্মেন্সে একটু বেশি দুশ্চিমত্মায় পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সম্প্রতি শেষ হওয়া পিসিএলেও জাতীয় দলের তারকাদের পারফর্মেন্স বলার মত কিছু ছিল না। এনসিএলের দ্বিতীয় দিনেও সেই পারফর্মেন্সই কাল হয়ে দাঁড়াচ্ছে তাদের সামনে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এরকম ব্যাটিং-বোলিং কপালে ভাঁজ ফেলছে তাদেরও। কাল বিকেএসপির মাঠে খালেদ মাসুদের রাজশাহী রেঞ্জার্স সাকিবের খুলনার কিংসকে হারায় ৩৬ রানে। প্রথমে ব্যাট করে রাজশাহী তোলে ১৭৭ রান, যেটি সম্ভব হয়েছে দুই ওপেনার ক্রেগবুজ ও হান্নান সরকারের কারণে। ২০ বলে ৩৯ ক্রেগবুজের এবং ২২ বলে ৪৪ রান হান্নানের। রাজশাহী ম্যাচ জিতলেও জাতীয় দলের দুই খেলোয়াড় জুনায়েদ ও নাঈমের ব্যাটিং ছিল হতাশজনক। জুনায়েদ করেন ৩ বলে ২ এবং নাঈম করেন ৭ বলে ৪। রাজশাহীর পেসার শফিউল ইসলাম ২৪ রানে নেই কোন উইকেট, নাঈম পেয়েছেন একটি।
জবাব দিতে গিয়ে খুলনার তারকাদের ব্যর্থতার কারণে ১৪১ রানে থামতে হয়েছে তাদের। অধিনায়ক সাকিব মাত্র ১২ বলে ১৬ রান এবং ইমরম্নল কায়েস ১৯ বলে ৩১ রান করেন। সাকিব বল হাতে ১টি উইকেট পেলেও আব্দুর রাজ্জাক ৩৫ রানে কোন উইকেট পাননি। রাজশাহীর এটি টানা দ্বিতীয় জয়, এনসিএলের প্রথম ম্যাচে চট্টগ্রাম সাইক্লোনকে হারানোর পর কাল খুলনাকেও হারানোর পর সেমিফাইনালের প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে গেলেন মাসুদ বাহিনী।
Small Scorecard:
টস: রাজশাহী রেঞ্জার্স
রাজশাহী রেঞ্জার্স: ২০ ওভারে ১৭৭/৯ (হান্নান ৪৪, ক্রেগবুজ ৩৯, শুভগত ৩৫, সাঞ্জামুল অপ: ৩১, ফরহাদ হোসেন ৩/১১, সানি ২/২০)।
খুলনা কিংস: ১৯.৩ ওভারে ১৪১ (ফরহাদ অপ: ৪১, কায়েস ৩১, মুক্তার আলী ৫/২২, সাঞ্জামুল ২/১৮, শুভগত ২/২৯)।
ফল: রাজশাহী রেঞ্জার্স জয়ী ৩৬ রানে।
সোমবার, ১২ এপ্রিল, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন