বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০১০
Will the authority think about Alok Kapali for T20 World Cup 2010?
Kapali played an exclusive innings of 62 from 38 balls for ensuring win against Rajshahi in a very important game of NCLt20.
টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি অলোক কাপালীর, অথচ নিষিদ্ধ ঘোষিত আইসিএলে ঢাকা ওয়ারিয়র্সের পতাকা উড়েছিল এই কাপালীর হাত ধরেই। কিন্তু আইসিএল থেকে ফিরে জাতীয় দলে জায়গা না পাওয়া কাপালী আবারো কাল নিজের টি-টোয়েন্টির ব্যাটিংটা আরেকবার চেনালেন। যদিও চারদিনের ম্যাচে চ্যাম্পিয়ন রাজশাহীর শুভগত হোমের তান্ডবে কাপালীর চমৎকার ইনিংসও মস্নান হয়ে যাচ্ছিল, সেখান থেকে বলতে গেলে সিলেট সুলতানকে বাঁচিয়েছেন ফরিদউদ্দিন মাসুদ। রাজশাহী রেঞ্জার্সের দুই ওপেনার ছাড়াও টি-টোয়েন্টির ছক্কা নাঈমকে ফিরিয়েছেন তিনি। আর এক প্রকার ম্যাচ জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যমত্ম সিলেটের কাছে ২৬ রানে হেরে সেমিফাইনালের লাইমলাইটটি এখনো ঝুলমত্ম অবস্থায় খালেদ মাসুদ পাইলটদের।
জাতীয় লীগের টি-টোয়েন্টি ম্যাচে সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছে চট্টগ্রাম, বাকি এক দলের বাদ পড়া নিশ্চিত হবে আজ, অন্যদিকে সেমিফাইনাল লড়াইয়ে বেশ জমে উঠেছে বাকি পাঁচ দলের শক্তির যুদ্ধে। যে যুদ্ধে অপরাজিত থাকার রেকর্ডটি ভেঙ্গে গেল রাজশাহীর। আগের দুই ম্যাচে টানা জেতার পর কালই প্রথম হেরে গেছে মাসুদের দল।
এনসিএলে সর্বোচ্চ স্কোর ১৮২ করার পর এক প্রকার ম্যাচটি হেলে যায় সিলেটের প্রতি। ৬৮ রানে টপ চার অর্ডার ফিরে যাওয়ার পর ম্যাচ বাঁচানোর শক্তি হারিয়ে ফেলে রাজশাহী। তবে শুভগত হোমের ঝড়ো ব্যাটিং স্বপ্ন দেখাচ্ছিল রাজশাহীকে। মোশররফ হোসেন রম্নবেল এসে তাকে রান আউট না করলে হয়তো এবারের লীগে সর্বোচ্চ স্কোর করেও হারতে হত মাশরাফির দলকে। ৬৮ রানে ৪ উইকেট পড়ার পর মাত্র ৬.৫ ওভার ক্রিজে থেকে ২৪ বলে সিলেটের বোলারদের উপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন তিনি। শুভগত হোম মূলত চারদিনের ম্যাচ ভালো খেলে থাকেন, চারদিনের ৭টি ম্যাচ খেলেছেন করেছেন ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি। কাল যখন ৪টি ছয় মারলেন, ঠিক যেমন শুভগত হোমের ব্যাটিং স্টাইলের সাথে মানানসই মনে হচ্ছিল না। তবে ১৩৬ রানে রান আউট হয়ে ফিরে যাওয়ার পরই রাজশাহী ভেঙ্গে যায়। আর বোলিংকে নেতৃত্ব দেয়া মাসুদের পাশাপাশি মোশাররফ হোসেন রম্নবেলও নেন ৩ উইকেট। আর সিলেটের সুলতান মাশরাফি এক উইকেট নিলেও কাল মিরপুরে আবারো দর্শকরা তার ব্যাটিং তান্ডব দেখেছে। কাপালীর সাথে তিনি নিজেও ২টি বিশাল ছক্কা মেরে ১৭ বলে ২৬ রান করেন নড়াইল এক্সপ্রেস। আর কাপালী যেন নিজেকে আবার ফিরে পেয়েছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। লংঅনের উপর দিয়ে একটি ছক্কার পাশাপাশি ৯টি বাউন্ডারিতে তিনি পৌঁছে যান ৬২ রানে। তার আগে ওপেনার শ্রীলংকান উইরারাতিনার ২৭ বলের ঝড়ো ৪০ রানের ইনিংসের কারণে কাল চট্টগ্রাম সাইক্লোনকে টপকে এবারের লীগের সর্বোচ্চ স্কোর ছুঁয়ে যায় সিলেট সুলতান।
এই জয়ে সিলেটের তিন ম্যাচে দুই জয় নিয়ে সেমিফাইনালের দেŠড়ে অনেক এগিয়ে রয়েছে। আর হেরেও সেমিফাইনালের রশি এখনো শক্তভাবে টিকে আছে রাজশাহীর। তিন ম্যাচে দুই জয় তাদের আর এক হার। আজ মিরপুরে দুপুরে চট্টগ্রামের সাথে লড়বে ঢাকার ডিনামাইটস এবং বিকালে খেলবে সিলেট ও বরিশাল।
Sylhet Sultan Beat Rajshai Rangers by 26 runs
Full Score Card:
Sylhet Division innings (20 overs maximum) R M B 4s 6s SR
K Weeraratne
c Lokuarachchi b Suhrawadi Shuvo 40 42 27 3 2 148.14
Dhiman Ghosh†
b Suhrawadi Shuvo 21 30 18 2 0 116.66
SI de Saram
c Nadif Chowdhury b Sanjamul Islam 11 6 7 0 1 157.14
Alok Kapali
c Nadif Chowdhury b Suhrawadi Shuvo 62 43 38 9 1 163.15
Farhad Reza
c Suhrawadi Shuvo b Sanjamul Islam 7 9 8 0 0 87.50
Mashrafe Mortaza*
b Mukhtar Ali 26 18 17 1 2 152.94
Nazmul Hossain Milon
not out 11 13 5 0 1 220.00
Ariful Haque
not out 0 3 0 0 0 -
Extras (lb 2, w 2) 4
Total (6 wickets; 20 overs) 182 (9.10 runs per over)
Did not bat Fariduddin, Mosharraf Hossain, Nazmul Hossain
Fall of wickets1-55 (Dhiman Ghosh, 6.5 ov), 2-75 (de Saram, 8.2 ov), 3-77 (Weeraratne, 9.2 ov), 4-91 (Farhad Reza, 12.1 ov), 5-139 (Mashrafe Mortaza, 17.2 ov), 6-172 (Alok Kapali, 19.2 ov)
Bowling O M R W Econ
Shafiul Islam
4 0 36 0 9.00
Mukhtar Ali
3 0 32 1 10.66 (2w)
Suhrawadi Shuvo
4 0 33 3 8.25
Naeem Islam
2 0 30 0 15.00
Sanjamul Islam
4 0 23 2 5.75
KS Lokuarachchi
3 0 26 0 8.66
Rajshahi Division innings (target: 183 runs from 20 overs) R M B 4s 6s SR
AC Blizzard
b Fariduddin 13 12 7 1 1 185.71
Hannan Sarkar
c Mashrafe Mortaza b Fariduddin 21 16 8 3 1 262.50
Nadif Chowdhury
c Farhad Reza b Mosharraf Hossain 31 51 31 2 0 100.00
KS Lokuarachchi
b Mosharraf Hossain 3 10 6 0 0 50.00
Naeem Islam
c de Saram b Fariduddin 10 12 13 1 0 76.92
Shuvagoto Hom
run out (Mosharraf Hossain) 51 20 24 2 4 212.50
Suhrawadi Shuvo
c de Saram b Mosharraf Hossain 3 5 5 0 0 60.00
Sanjamul Islam
b Mashrafe Mortaza 8 14 13 0 0 61.53
Mukhtar Ali
not out 7 13 10 0 0 70.00
Shafiul Islam
not out 2 3 4 0 0 50.00
Extras (lb 3, w 3, nb 1) 7
Total (8 wickets; 20 overs) 156 (7.80 runs per over)
Did not bat Khaled Mashud*†
Fall of wickets1-30 (Blizzard, 2.1 ov), 2-35 (Hannan Sarkar, 2.4 ov), 3-51 (Lokuarachchi, 5.1 ov), 4-68 (Naeem Islam, 8.4 ov), 5-131 (Shuvagoto Hom, 13.1 ov), 6-132 (Nadif Chowdhury, 13.2 ov), 7-138 (Suhrawadi Shuvo, 14.3 ov), 8-151 (Sanjamul Islam, 18.4 ov)
Bowling O M R W Econ
Mashrafe Mortaza
4 0 23 1 5.75
Nazmul Hossain
3 0 41 0 13.66 (1nb)
Fariduddin
3 0 25 3 8.33
Mosharraf Hossain
4 0 23 3 5.75 (2w)
Farhad Reza
4 0 25 0 6.25
K Weeraratne
1 0 11 0 11.00
Alok Kapali
1 0 5 0 5.00 (1w)
Match details
Toss Sylhet Division, who chose to bat
Points Sylhet Division 2, Rajshahi Division 0
Twenty20 debut Fariduddin (Sylhet Division)
Player of the match Fariduddin (Sylhet Division)
Chittagong Cyclone beat Barishal Blazers by 8 wickets
Full Scorecard:
Barisal Division innings (20 overs maximum) R M B 4s 6s SR
Nazimuddin
b Kamrul Islam 9 3 4 2 0 225.00
Shahriar Nafees*
c †Uttam Sarkar b Enamul Haque 30 40 33 4 0 90.90
PBB Rajapaksa
c Saqlain Sajib b Kamrul Islam 1 8 3 0 0 33.33
Raqibul Hasan
c Tamim Iqbal b Kamrul Islam 1 9 2 0 0 50.00
HGJM Kulatunga
c & b Kamrul Islam 1 5 2 0 0 50.00
Sabbir Rahman
st †Uttam Sarkar b Enamul Haque 9 19 14 1 0 64.28
Mahmudul Hasan
lbw b Enamul Haque 0 1 1 0 0 0.00
Saghir Hossain†
lbw b Rubel Hossain 10 19 13 0 0 76.92
Ziaur Rahman
c Kamrul Islam b Nasir Hossain 12 29 20 0 1 60.00
Arafat Sunny
run out (Nasir Hossain) 11 9 8 2 0 137.50
Syed Rasel
not out 2 6 4 0 0 50.00
Extras (lb 3, w 3) 6
Total (all out; 17.2 overs) 92 (5.30 runs per over)
Fall of wickets1-10 (Nazimuddin, 0.5 ov), 2-15 (Rajapaksa, 2.1 ov), 3-27 (Raqibul Hasan, 4.1 ov), 4-31 (Kulatunga, 4.6 ov), 5-48 (Shahriar Nafees, 8.4 ov), 6-48 (Mahmudul Hasan, 8.5 ov), 7-59 (Sabbir Rahman, 10.6 ov), 8-75 (Saghir Hossain, 14.1 ov), 9-89 (Arafat Sunny, 16.1 ov), 10-92 (Ziaur Rahman, 17.2 ov)
Bowling O M R W Econ
Kamrul Islam
3 0 23 4 7.66 (2w)
Rubel Hossain
4 0 16 1 4.00 (1w)
Nasir Hossain
2.2 0 11 1 4.71
Enamul Haque
4 0 15 3 3.75
Saqlain Sajib
3 0 16 0 5.33
Faisal Hossain
1 0 8 0 8.00
Chittagong Division innings (target: 93 runs from 20 overs) R M B 4s 6s SR
Tamim Iqbal
not out 65 57 51 6 4 127.45
Uttam Sarkar†
run out (Rajapaksa) 6 11 9 1 0 66.66
Aftab Ahmed
c Raqibul Hasan b Ziaur Rahman 15 26 15 2 0 100.00
Marshall Ayub
not out 1 18 10 0 0 10.00
Extras (lb 6, nb 2) 8
Total (2 wickets; 13.5 overs) 95 (6.86 runs per over)
Did not bat Nafees Iqbal*, Faisal Hossain, Nasir Hossain, Saqlain Sajib, Enamul Haque, Rubel Hossain, Kamrul Islam
Fall of wickets1-11 (Uttam Sarkar, 3.2 ov), 2-50 (Aftab Ahmed, 8.5 ov)
Bowling O M R W Econ
Syed Rasel
3 0 10 0 3.33
Mahmudul Hasan
3.5 0 33 0 8.60
Ziaur Rahman
2 0 16 1 8.00 (2nb)
Arafat Sunny
3 0 20 0 6.66
Sabbir Rahman
2 0 10 0 5.00
Match details
Toss Chittagong Division, who chose to field
Points Chittagong Division 2, Barisal Division 0
Twenty20 debut Kamrul Islam (Chittagong Division)
Players of the match Kamrul Islam (Chittagong Division) and Tamim Iqbal (Chittagong Division)
লেবেলসমূহ:
Alok Kapali in NCLt20,
Alok Kapali in World cup t20
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন