শুক্রবার, ৯ এপ্রিল, ২০১০

Shoaib Akhter comes Dhaka for playing NCLt20



নানা বিতর্ক, ইনজুরি পার করে মাঝে পাকিস্তান দলে ফিরেছিলেন শোয়েব। কিন্তু ফর্ম আর ফিটনেসের ঝামেলায় আবার ছিটকে গেছেন দল থেকে। সে যতই ছিটকে যান, ‘গতিদানব’ শোয়েব আখতারের প্রতি আকর্ষণ নিশ্চয়ই কমেনি। সেই আকর্ষণটা এবার ঢাকায় টেনে আনছে ‘সাইক্লোন অব চিটাগং’। শোয়েবকে নাকি ম্যাচপ্রতি দিতে হবে সাড়ে ৫ হাজার ডলার।
ভারত-পাকিস্তান সম্পর্কটা আবার কিছু দিন ধরে শীতল হয়ে ওঠার মূল্য দিচ্ছে ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের ক্রিকেটারদের ঠাঁই হলো না আইপিএলে। সেই সুযোগটা একটু হলেও নিয়েছিল শারজা ‘প্রবাসী’ পিসিএল। আর এবার পাকিস্তানি ক্রিকেটারদের দেখা যাবে ঢাকাতেই।
১১ এপ্রিল শুরু হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছেন এই পাকিস্তানি ক্রিকেটাররা। এরই মধ্যে ইমরান নাজির, ইমরান ফারহাত, খুররম মনজুরদের এনসিএল খেলতে আসা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। তবে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে আজই ঢাকায় চলে আসতে পারেন শোয়েব আখতার।
চট্টগ্রামের টি-টোয়েন্টি এই দলটির আইকন খেলোয়াড় তামিম ইকবাল জানালেন, শুধু শোয়েব আখতার নন, তাঁদের দলের হয়ে খেলতে আসছেন খুররম মনজুরও। মনজুরের ভিসা হয়ে গেছে। শোয়েব গতকাল ভিসা পেয়ে থাকলে আজই বিমান ধরবেন বলেও জানালেন তামিম, ‘শোয়েব আর মনজুর শুরু থেকেই পুরো টুর্নামেন্ট খেলবে আমাদের হয়ে। শোয়েব আজ (গতকাল) ভিসা পেলে কালই (আজ) ঢাকা পৌঁছে যাবে।’
শোয়েব আখতারের মতো বড় তারকা এখনো ধরতে না পারলেও পাকিস্তানি দুই খেলোয়াড়কে অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ‘সুলতানস অব সিলেট’। সিলেটের এই দলটির একটি সূত্র জানিয়েছে, রাশেদ হানিফ ও ফয়সাল ইকবাল খেলবেন তাঁদের হয়ে। এ ছাড়া ইমরান নাজিরের সঙ্গেও কথা চলছে বলে দাবি সূত্রটির।
এই ইমরান নাজির অবশ্য এখনো পর্যন্ত একটি বিভ্রান্তির নাম হয়ে আছেন। কারণ ‘ঢাকা ডায়নামাইটস’ দাবি করছে, তারা ইমরান নাজিরের ঢাকার হয়ে খেলাটা নিশ্চিত করে ফেলেছে। ইমরান নাজিরের সঙ্গে চট্টগ্রাম থেকেও যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।
ঢাকার আইকন খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল নিশ্চিত করলেন, তাঁরা ইমরান নাজিরকে পাচ্ছেন। সঙ্গে আরও দুই শ্রীলঙ্কান ক্রিকেটারকে আনছে ঢাকা দল। আশরাফুল বললেন, আইপিএলের কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কার বাইরে থেকে খেলোয়াড় আনতে পারছেন না তাঁরা, ‘শ্রীলঙ্কার জিওয়ান মেন্ডিস, মিলিন্দা জয়াবর্ধনে ও পাকিস্তানের ইমরান নাজিরের আসাটা নিশ্চিত। আসলে আইপিএল চলছে বলে আমরা ভারতের খেলোয়াড়দের আনতে পারছি না।’
এই সমস্যাটা সব দলেরই। ‘কিংস অব খুলনা’র সাকিব আল হাসান যেমন বললেন, ‘আইপিএলটা তো একটা সমস্যা তৈরি করে ফেলেছে। ভারতের অনেক খেলোয়াড়েরই এই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা ছিল। কিন্তু তাঁদের তো পাওয়া যাবে না।’ খুলনাও বাধ্য হয়ে তাই পাকিস্তানের দিকে চেয়ে আছে। এখনো পর্যন্ত খুলনার কোনো বিদেশি খেলোয়াড় নিশ্চিত না হলেও সাকিব জানালেন, ইমরান ফারহাতকে আনার চেষ্টা করছেন তাঁরা। সঙ্গে পাকিস্তান বা শ্রীলঙ্কা থেকে একজন ব্যাটিং অলরাউন্ডার আনতে চান সাকিবরা, ‘আমাদের দলটার বোলিং বেশ ভালো। তাই জনা দুয়েক ভালো ব্যাটসম্যান দরকার।’
দরকার ‘বরিশাল ব্লেজার্সে’রও। কিন্তু তারা আসলে নিজেদের ঘরই গুছিয়ে উঠতে পারেনি। দলটির আইকন খেলোয়াড় শাহরিয়ার নাফীস তাই বলছেন, ‘একেবারে শেষ মুহূর্তে আমাদের দলের মালিকানা ঠিক হয়েছে। তাই এখনো আমরা সব গুছিয়ে উঠতে পারিনি। দু-এক দিনের মধ্যে আলোচনায় বসে ঠিক করব সব।’
তবে দলটির একটি সূত্র জানাচ্ছে, তাঁরা আইপিএল থেকে কিছু খেলোয়াড় আনার চেষ্টা করবেন। আইপিএলের অনেক দলের বিভিন্ন বিদেশি খেলোয়াড় মাঠের বাইরে বসে আছেন। ওসব দলের সঙ্গে আলাপ করে যদি খেলোয়াড় আনা যায়! এ জন্য শুধু বরিশাল নয়, আরও একাধিক দলের কর্মকর্তারা এখন আইপিএলে যোগাযোগ করছেন।
তবে আপাতত বিদেশি খেলোয়াড় আনার চেষ্টা করছে না ‘রাজশাহী রেঞ্জার্স’। আগে দেশি ভালো খেলোয়াড় দিয়ে দলটা সাজিয়ে তারপরই বিদেশের দিকে তাকাতে চায় তারা। দলটির সিনিয়র খেলোয়াড় খালেদ মাসুদ বললেন, ‘আমরা আসলে আগে ভালো দেশি কিছু খেলোয়াড় নিতে চাই, যাতে বিদেশিদের ওপর ভরসা করে না থাকতে হয়। তারপর দেখা যাক।’

Source: D.P.A

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন